নিজস্ব প্রতিবেদক :
উপ-মহাদেশের প্রখ্যত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের ৮০তম জন্মোৎস উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জন্মোৎসব উদযান করা হয়। জন্মোৎসবে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। জানা গেছে, কাজী নজরুল ইসলাম মিলনায়তনে হাসান আজিজুল হকের ৮০তম জন্মোৎসব নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হাসান
আজিজুল হক ৮০তম জন্মোৎসব উদযাপন পরিষদ। অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। জন্মোৎসবে হাসান আজিজুল হককে শুভেচ্ছা জানান রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক মিজান উদ্দিন, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখঞ্জী, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রাবির অধ্যাপক সনৎকুমার সাহাসহ বিভিন্ন গুনীজন ও বিশ্ববিদ্যালেয়ের শিক্ষকবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/আর