খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সিরাজ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের নাম সিরাজ মিয়া (৪০)। সে টেকনাফের সাবরাং আচারবনিয়া এলাকার ফজল আহমদের ছেলে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং বেড়িবাঁধের ৪ নম্বর স্লুইচ গেইট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সাবরাং বেড়িবাঁধ এলাকা দিয়ে ইয়াবার চালান আসছে এমন গোপন খবর আসে। এর ভিত্তিতে পুলিশ ও বিজিবি সেখানে যৌথ অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
আত্মরক্ষার্থে পুলিশ ও বিজিবি সদস্যরাও গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে সিরাজকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় শনাক্ত করেন স্থানীয়রা বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা, জেএন