খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতের ঝাউবনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। তাৎক্ষণিকভাবে নিহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
কক্সবাজার র্যাব-১৫ ব্যাটালিয়নের কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সাগরপথে একটি ইয়াবার চালান আসবে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে ঝাউবন এলাকায় অবস্থান নেয়
র্যাবের একটি দল। এসময় টের পেয়ে মাদকবিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনের মরদেহ, একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন