1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কংগ্রেসকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

কংগ্রেসকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ভারতের কংগ্রেস পার্টির সভাপতি হিসেবে গত সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলন করলেন রাহুল গান্ধী। গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি দলকে গোছানো এবং রাজনীতি থেকে হিংসা ছড়ানোর প্রথাটি দূর করার কথা জানান। পাশাপাশি চলমান বিধানসভার নির্বাচনে তার দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন সোনিয়া তনয় রাহুল।

মনি শংকর আয়ারের মন্তব্যকে ঘিরে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। মনি শংকরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘কংগ্রেসের সভাপতি হিসেবে আমার অগ্রাধিকারের বিষয় হবে দলকে শক্তিশালী করা এবং গুজরাট নির্বাচনে আপনারা এটা দেখতে পাবেন।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কথায় ও কাজে আমার অবস্থান স্পষ্ট। মনি শঙ্কর আয়ার দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কুকথা বলেছেন। স্পষ্ট ভাবে বলছি, এসব বরদাস্ত করব না। আবার নরেন্দ্র মোদিও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সম্পর্কে যা বলেছেন, সেটাও মানা যায় না।’’

সভাপতি হিসেবে কংগ্রেসের সংগঠনকে শক্ত করার বিষয়টিকে অগ্রাধিকার দেবেন রাহুল। কিন্তু দেশের রাজনীতি এখন কদর্যতায় ভরে গিয়েছে। অনেক ক্রোধ ছড়িয়ে পড়েছে। এই ছবিটা বদলে দিতে কংগ্রেসের আদর্শ ও কর্মপদ্ধতিকে ছড়িয়ে দিতে চান তিনি। এ সম্পর্কে তিনি বলেন, ‘রাজনীতি হওয়া উচিত ভালবাসারই পথে। পুরো চেষ্টা করছি। নরেন্দ্র মোদি আমার রাজনৈতিক প্রতিপক্ষ। তিনি আমার সম্পর্কে অনেক ভুল কথা বলতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে আমার মুখ থেকে তেমন কিছু বেরোবে না।’

সংবাদ সম্মেলনে রাহুলকে তার মন্দিরে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমি কেন মন্দিরে যেতে পারব না? এটা বিজেপির বানানো গল্প যে আমি কেবল গুজরাটের মন্দিরে গেছি। কিন্তু প্রকৃত কথা হলো, আমি কেদারনাথ মন্দিরে গেছি। এটা কি গুজরাটে? এটা উত্তরাখণ্ডে।’

গুজরাট নিয়ে কংগ্রেসের ভিশন জানতে চাইলে রাহুল বলেন, গুজরাটের উন্নয়ন হয়েছে একপেশে। আসছে নির্বাচনে আমরা গুজরাটে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। রাজ্যে ৯০ শতাংশ স্কুল-কলেজ বেসরকারীকরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন আর দুর্নীতি নিয়ে কথা বলেন না। আমরা বিজেপির একপেশে উন্নয়নের বদলে সুষম উন্নয়ন করব। বিজেপি সরকারের অযৌক্তিক অর্থনৈতিক নীতি গুজরাটকে ধ্বংস করে দিয়েছে। গুজরাটে আমরা কখনো একতরফা সিদ্ধান্ত নেব না।’

সূত্র: আনন্দবাজার, দ্য হিন্দু

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST