সংবাদ বিজ্ঞপ্তি : জনগণের দোরগোড়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের সকল সেবা কার্যক্রম বিস্তৃতির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পরিচ্ছন্নতাসহ পরিবেশ দুষণরোধে করণীয় বিষয়ে ওয়ার্ড কার্যালয়গুলোকে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু মহানগরীর ৩০ টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি এক্সাভেটর মেশিন দ্বারা পরিস্কার ও ড্রেনের উপর অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ বিষয়ে ওয়ার্ড সচিব ও সুপার ভাইজারদের সমন্বয় সভায় একথা বলেন।
মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পরিচ্ছন্নতায় বছরব্যাপী নানা কর্মসূচির গ্রহণ করা হয়েছিল। ব্যাপকভাবে কর্মকান্ড শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে সে কার্যক্রম বাস্তবায়নে শিথিলতা আসে। ১লা ফেব্রæয়ারি হতে ৩০টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে। সভায় বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর, ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।