নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে নৌকা প্রতীকের পক্ষে এমপিদের ভোট প্রার্থনা ও ওয়ারেন্ট ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করায় নির্বাচন নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি। বিএনপি দলীয় মেয়র প্রার্থী বুলবুলের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. তোফাজ্জল হোসেন তপু স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ২০ জুলাই রাতে
রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম হারু, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা শিবলী, রাজপাড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম আপেলকে কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়া আটক করা হয়।
২১ তারিখ ভোর আনুমানিক ৫টায় রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওয়ায়েস করনী ডায়মন্ড, ২৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইফতিয়ার মাহমুদ বাবুকে কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়া আটক করা হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অস্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত (মাস্টাররোল) কর্মচারীদেরকে জোরপূর্বক, ভয়ভীতি প্রদর্শন, হুমকী প্রদান করে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম চালাতে বাধ্য করা হচ্ছে।
রাজশাহীর এবং বহিরাগত কুখ্যাত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী লোক দারা সমগ্র শহরে ব্যাপক ভাবে আমাদের কর্মীদেরকে লাঞ্চিত, ভয়ভীতি প্রদর্শন, লিফলেট কেড়ে নেওয়া ও অফিস ভেঙ্গে ফেলা অব্যাহত রয়েছে।
পুলিশ বিভাগের মধ্যে একটি বিশেষ অঞ্চলের পোষাকধারী এবং সাদা পোষাকে আইশৃংখলা বাহিনী ব্যাপকহারে গণ-গ্রেফতার, নেতাকর্মীদের বাসায় তল্লাসী, ভয়ভীতি এবং হুমকী প্রদান অব্যাহত রয়েছে।
২১ জুলাই দুপুর ১.২০টায় ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপকে কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়া আটক করা হয়।
আপনার নিকট দায়েরকৃত এখন পর্যন্ত কোন অভিযোগের বিচার বা ব্যবস্থা গ্রহন করা হয়নি। বর্তমানের এই ভীতিকর অবস্থা গণগ্রেফতার বন্ধ, সন্ত্রাসীদের আক্রমন প্রতিহত নির্বাচনী আচরন বিধি লংঘন প্রতিকার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহনপূর্বক সুষ্ঠ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য দাবী জানানো হয় লিখিত অভিযোগে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।