ওমিক্রন ঠেকাতে বড়দিন ঘিরে বিশ্বজুড়ে প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটও রয়েছে। উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা ওমিক্রনে আক্রান্ত হওয়ায়, এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনসগুলো। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে চার শতাধিক ফ্লাইট।
করোনা মোকাবিলায় প্রাপ্তবয়স্কদের জন্য, মার্কের মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কারাসিনে ২১ জনের দেহে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। এরপরই খ্রিষ্টীয় নতুন বছরের কিছু অনুষ্ঠান বাতিল করে দেশটির সরকার।
বিএ/