সংবাদ বিজ্ঞপ্তি : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন বলে এ.কে.এম সাজেদুর রহমান খান পদোন্নতি প্রাপ্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেড-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একই পদে অগ্রণী ব্যাংক লিমিটেড-এ কিছুদিন কর্মরত ছিলেন। সুদীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি সোনালী ব্যাংক লিমিটেড-এর কোম্পানি সেক্রেটারি; প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান; প্রিন্সিপাল অফিস প্রধান; এডি এবং করপোরেট শাখাসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। অধিকন্তু তিনি সোনালী
ব্যাংক ইউকে লিঃ লন্ডন শাখায় এবং বিআইবিএম-এর অনুষদ সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। জনাব খান ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ; সেমিনার এবং ওয়ার্কসপে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এ.কে.এম সাজেদুর রহমান খান ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকুরী জীবন শুরু করেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রী অর্জন করেন। সাজেদুর রহমান খান ঢাকা জেলার সাভারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক।
আর/এস