খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে ১১তলা ভবনের একটি ফ্ল্যাটের বিকল এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) মেরামত করতে গিয়ে নিচে পড়ে অনন্ত মন্ডল (২৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ১৬৫ নং নিপ্পন বটতলা এলাকার ওই ভবন থেকে পড়ে যান অনন্ত। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২টা ৪০ মিনিটে অনন্তকে মৃত ঘোষণা করেন।
অনন্তকে হাসপাতালে নিয়ে আসা মিঠু দাস জানান, অনন্ত ৯৮ নং মেরাদিয়া হিন্দুপাড়া এলাকায় থাকতেন। তার বাবার নাম সুশীল মন্ডল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই