নিজস্ব প্রতিবেদক :
এসএসসিতে রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২২ হাজার ৭৯৫ জন। মোট পাশ করেছে ১ লাখ ৮৬ হাজার ৮২৮ জন। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক।
অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৫৪ জন। উপস্থিত ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ৬১৮ জন, ছাত্রী পাশের হার ৯২ দশমিক ৯৬ শতাংশ। উপস্থিত ছাত্র সংখ্যা ১ লাখ ৭ হাজার ২৬৩ জন। ১১ হাজার ৬৮৬ জন ছাত্রী জিডিএ-৫ পেয়েছে ও ছাত্র ১১ হাজার ১০৯ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ জন, শূণ্য পাশের হার ১ টি স্কুল। ১০০ শতাংশ পাশ করেছে ৪৩১ টি স্কুল। ২ হাজার ৬৪১ টি স্কুলের মোট ২৫৬ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।
আর/এস