খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঝালকাঠি-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এমপি হারুনকে তলব করা হয়। আগামী ১১ এপ্রিল তাকে দুদক কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এমপি হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালক। প্রিমিয়ার ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত চেক বই দেখিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ১৩৪ টাকা সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই টাকা দিয়ে তিনি ঢাকা ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ঋণ পরিশোধ করার পাশাপাশি নিজ মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শেয়ার কিনেছেন।
এছাড়াও, তিনি বনানীতে বহুতল ভবন নির্মাণ করেছেন। বসুন্ধরায় প্লট কিনেছেন। তিনি চারটি বিলাসবহুল গাড়িরও মালিক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।