খবর২৪ঘণ্টা ডেস্ক: দেশে বিদেশে হিরো আলমকে আলোচনা-সমালোচনা কিংবা হাস্যরসের ঘটনা কম হয়নি। আর তারই ধাররাবাহিকতায় এবার হিরো আলমকে নিয়ে তৈরি হলো ভিডিও গেম। ‘অ্যাডভেঞ্চার পাজল’ ধরনের গেমের আদলে তৈরি করা হয়েছে গেমটির, নাম ‘হিরো আলম মলম’। গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে গেমটি।
জানা গেছে, অন্যান্য ‘অ্যাডভেঞ্চার পাজল’ গেমের মতোই খেলতে হবে এটি। একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে কতগুলো বিপদজনক ধাপ অতিক্রম করার মধ্য দিয়ে।
গেমটি খেলার জন্য বেশি ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন নেই। গেমটিতে হিরো আলমকে প্রধান চরিত্রে রাখা হয়েছে। আপনি যখন গেমটি খেলবেন তখন আপনি নিজে থাকবেন হিরো আলমের ভূমিকায়। গেমে প্রতিটি ধাপ পার হওয়ার জন্য ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনে অ্যারো বাটন যেটা দিয়ে সামনে পিছনে কিংবা উপর নীচে যেতে পারবেন। কিছু কিছু বিপদজনক ধাপ অতিক্রম করতে পারলে রয়েছে পয়েন্ট বা শক্তি।
এটি অ্যান্ড্রয়েড এর ৬৪-বিট এবং ৩-বিট উভয় অপারেটিং সিস্টেমেই চলবে গেমটি।
খবর২৪ঘণ্টা, জেএন