খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ঘড়ির পর এবার স্মার্ট জুতা লঞ্চ করল শাওমি। চীনে শাওমির গণতহবিল প্রকল্প ‘ইউপিন’ এর অধীনে নতুন এই স্মার্ট জুতা লঞ্চ করেছে সংস্থাটি।
‘অ্যামেজফিট’ নামে এই জুতায় রয়েছে এমন সব যন্ত্রাংশ যা দিয়ে কত পথ অতিক্রান্ত হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এমন সব তথ্য পাওয়া যাবে।
চীনা প্রযুক্তি ওয়েবসাইটের তথ্য অনুসারে স্মার্ট জুতা বানানোর জন্য হুয়ামি টেকনোলজিস নামে একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে শাওমি। এই জুতার সঙ্গে মি ফিট অ্যাপের সংযোগ স্থাপন করে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য। ১৭ মে থেকে চীনা বাজারে মিলবে এই জুতো।
নতুন জুতায় রয়েছে আগের থেকে আরও ভাল সেন্সর। যার ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতা। এর আগেও স্মার্ট জুতা লঞ্চ করেছিল শাওমি। তবে তা অত জনপ্রিয় হয়নি। এবার সাফল্য মেলে কি না সেদিকে নজর রয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞদের।
চীনা বাজারে অ্যামেজফিট মিলবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০০ টাকায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ