রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। এখনও চলছে তুমুল লড়াই।
এছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৭২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫২ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জনগণকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর চেষ্টা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এবার রুশ বাহিনীর হামলায় মারা গেলেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শেভস। ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে হামলা চালালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শুক্রবার (১৮ মার্চ) এ অভিনেত্রীর নাট্যদল ইয়ং থিয়েটার এক বিবৃতিতে জানায়, কিয়েভে আবাসিক ভবনে রকেট হামলা চালায় রাশিয়ান বাহিনী। এতে মারা যান এই জনপ্রিয় অভিনেত্রী।
এর আগে রুশ বোমা হামলায় নিহত হয়েছেন প্রতিভাবান ইউক্রেনিয়ান অভিনেতা ও টিভি উপস্থাপক পাশা লি। তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনিও ইউক্রেনের রাজধানী কিয়েভের ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইরপিন শহরে এই ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, ওকসানা মঞ্চ ও বড় পর্দার গুণী অভিনয়শিল্পী ছিলেন। বরেণ্য এই অভিনেত্রীকে কয়েক মাস আগে ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘অনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ প্রদান করা হয়। ওকসানার বেশ কিছু সিনেমা দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছে।
বিএ/