নিজস্ব প্রতিবেদক: করোনার প্রাদুর্ভাব ঠেকাতে রাজশাহী থেকে দুরপাল্লার যাত্রীবাহি বাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। করোনা ভাসরাসের প্রকোপ ঠেকাতে কেন্দের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
মাহাতাব হোসেন চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় থেকে এই নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর থেকে দুরপাল্লার বাস বন্ধ করা হয়েছে। রাজশাহী থেকে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টোগ্রামসহ বিভিন্ন রুমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি বলেন, যাত্রীবাহি বাস বন্ধ রাখলে জনসমাগম অনেকটাই কমে যাবে। তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে করোনা ভাইরাসের ভয়ংকর সংবাদটি পৌছে দেয়া এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করে তোলা।
এমকে