নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া ও বাগমারা উপজেলার পর এবার মোহনপুর উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত ২৪ বছর বয়সী এক নারী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা হরিদাগাছী গ্রামের জহিরের মেয়ে জেসমিন আক্তার। ওই নারী নারায়ণগঞ্জে গার্মেন্টসে কাজ করতেন। চলতি মাসের নয় তারিখে তিনি নারায়ণগঞ্জ থেকে রাজশাহী আসেন। এরপর স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রামেকের পিসিয়ার ল্যাবে পাঠান।
আজ বৃহস্পতিবার তার পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, নারায়ণগঞ্জ ফেরত এক নারী করোনা পজিটিভ হয়েছেন। চলতি মাসের ৯ তারিখে তিনি নারায়ণগঞ্জ থেকে রাজশাহীর মোহনপুরে আসেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি আইসোলেশন রয়েছেন নিজ বাড়িতে। এ নিয়ে রাজশাহীর পুঠিয়ায় ২ জন, বাগমারা ১ জন, মোহনপুর ১ জন পাওয়া গেল। সর্বমোট ৪ জন আক্রান্ত হয়েছেন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।