1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবার ‘ভূমি’তে মজেছে বাদশার মন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

এবার ‘ভূমি’তে মজেছে বাদশার মন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৭ সেপটেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: ভূমি পেদনেকার৷ একে একে সমস্ত এলিস্টেড তারকাদের সঙ্গে কাজ করে চলেছেন এই অভিনেত্রী৷ কেবল সৌন্দর্যের কারণে নয়, নিজের অভিনয় গুণেই এবার শাহরুখের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন ভূমি৷ তাও আবার বিগ বাজেট ছবি ‘স্যালুট’এ৷ করিনা কাপুর খান রয়েছেন শাহরুখের স্ত্রীয়ের ভূমিকায়৷ ভূমিকে কোন চরিত্রে দেখা যাবে সেটাই এখন দেখার বিষয়৷

তৈরি হচ্ছে মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক। নাম ভূমিকায় শাহরুখ খান। ছবির নাম ‘স্যালুট’। যে সিনেমার জন্য রিসার্চ করতে গিয়ে বিভ্রান্ত এসআরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধু আমির। বলিঅন্দরের খবর, রাকেশ শর্মার চরিত্রে জন্য গবেষণা করছেন ডন। যে কাজের জন্য নায়ক সাহায্য চেয়েছেন আমিরের। আসলে বলিউডের সবাই জানে কোনও কিছু নিখুঁত ভাবে করতে মিস্টার পারফেকশনিস্টের জুড়ি মেলা ভার। তাই খেই হারিয়ে আমিরি সাহায্য নিচ্ছেন বাদশা।

ম্যান্ডুলিন হাতে সরষে ক্ষেতে দাঁড়িয়ে রোম্যান্টিক কোনও প্রেমিক নয়। আবার মুম্বইয়ের ‘ডন’, তাও নয়। ছক ভেঙে নতুন অবতারে বলিউডের বাদশা। রোম্যান্টিক বয় প্লাস অ্যাকশন হিরোর ইমেজ ভেঙে এবার মহাকাশচারী কিং খান। তাই এবার আর শুধু স্ক্রিপ্ট পড়ে নয়। নিজেকে তৈরি করতে হবে রাকেশ শর্মা আদলে।

রাকেশ শর্মার বায়েপিকের জন্য আমিরই ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ৷ তবে ‘মহাভারত’ সিরিজের কাজ নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে অফার রিজেক্ট করতে বাধ্য হন৷ তারপরই সিনেমাটি গিয়ে পরে শাহরুখের ঝুলিতে৷ সূত্রের খবর, আমির নিজেও শাহরুখ অনুরোধ করেন চরিত্রটি নেওয়ার জন্য’৷
ছবি: ট্যুইটারের সৌজন্যে

আর এখন রাকেশ শর্মার আদলে নিজেকে গড়ে তুলতে সাহায্য করছেন রাজকে। আসলে কথায় আছে না, “আ ফ্রেন্ড ইন নিড, ইজ আ ফ্রেন্ড ইনডিড”। যদিও এর আগে আশুতোষ গোয়ারিকারের ‘স্বদেশ’ এ নাসার বৈজ্ঞানিক গিসেবে দেখা গিয়েছিল বাদশাকে৷ তবে কেন দরকার পড়ল আমিরের সাহায্যের? এর উত্তর তো স্বয়ং অভিনেতার কাছেই রয়েছে৷

শোনা যাচ্ছে, মে মাস থেকে শুরু হবে ছবির কাজ৷ ‘স্যালুট’ ছাড়াও পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’তেও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে শাহরুকে৷ যা মুক্তি পেতে চলেছে ২১ ডিসেম্বর৷ অন্যদিকে আমির পৌঁছে গেছেন ‘ঠগস অফ হিন্দুস্থান’র শ্যুটিংয়ের শেষ পর্যায়৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST