এশিয়া কাপে গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে হারের প্রতিশোধ নিয়েছিল ভারত। তবে নিজেদের সেই জয় বেশি দিন ধরে রাখতে পারলো না। চলমার এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ বল বাকি থাকতে জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।
ভারতের দেওয়া ১৮১ রানের লক্ষ্য টপকে পাকিস্তান জিতল ৫ উইকেটে। দুবাইয়ে লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে।
এরপর ফখর জামানকে ১৫ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল। পরপর দুই উইকেট পড়ার পর মোহাম্মদ নওয়াজকে নিয়ে বলতে গেলে জুয়া খেলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে রান তুলেন দ্রুত। মাত্র ২০ বলে ৪২ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেও দলকে এগিয়ে নেন ১৩৬ রান পর্যন্ত।
শুরুতে রিজওয়ান ধীরে রান তুললেও শেষের দিকে খেলেন হাত খুলে। ৫১ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন দলীয় ১৪৭ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে।
দলীয় ১৫২ রানের মাথায় বিষ্ণইয়ের বলে আসিফ আলী ক্যাচ তুলে দিলেও সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ। এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর খুশদিল শাহ ও আসিফ মিলে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে।
বিস্তারিত আসছে…..