খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: তাইওয়ানে এইচটিসি বাজারে আনলো নতুন ফোন। মডেল এইচটিসি ইউ ১১ প্লাষ। সিলভার কালারে বাজারে এসেছে নতুন এই ফোনটি। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৯৯০ রুপিতে।
গেমারদের জন্য বিশেষভাবে ফোনটি তৈরি করেছে এইচটিসি। লিকুইড সার্ফেস ডিজাইনের এই ফোনে রয়েছে গ্লাস ব্যাক। এতে রয়েছে মিনিমাল বেজেল।
এছাড়াও আসবে এই ফোনের একটি স্বচ্ছ ভেরিয়েন্ট। সেই ফোনের পিছন থেকে দেখা যাবে ফোনের ভিতর।
এইচটিসির নতুন ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০ী২৮৮০ পিক্সেলস ও অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
ফোনটিতে রয়েছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগনের ৮৩৫। সাথে রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে এই ফোনের স্টোরেজ।
এইচটিসি ইউ ১১ প্লাস এর পিছনে রয়েছে একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সাথে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ