দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (১৮ সেপ্টেম্বর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিদ্ধান্তের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
মির্জা ফখরুল বলেন, গত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী ২১, ২২, ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেএন