নিজস্ব প্রতিবেদক: এবার রাজশাহীর দুর্গাপুরে নারাণগঞ্জ থেকে আসা ঝাল মুড়ি বিক্রেতা সাইদুর (৪০) করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। তিনি কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে দুর্গাপুরে ফিরেছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর সিভিল সার্জন ডাঃ এনামুল হক। তিনি বলেন, নারায়ণগঞ্জ ফেরত ১ জন ঝাল মুড়ি বিক্রেতা করোনা পজিটিভ হয়েছেন৷ তিনি নিজ বাড়িতেই আছেন। সেখানেই তার চিকিৎসা হবে।
এ নিয়ে রাজশাহী জেলায় মোট ১৪ জন করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে ১ জন মারা গেছে। বাকি ১৩ জন চিকিৎসাধীন আছেন। এখন রাজশাহীর ৯ টি উপজেলার দুটি বাদে সব উপজেলাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন শুধু গোদাগাড়ী ও চারঘাট উপজেলা বাকি রয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।