খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা-কুয়ালালামপুর রুটে ব্যপক সাফল্যের ধারাবাহিকতার পর এবার সিলেট-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাশ্রয়ী এয়ারলাইন্স এয়ার এশিয়া।
সংস্থার জেনারেল সেলস এজেন্ট- জিএসএ টোটাল এভিয়েশন সার্ভিসেস এর সিইও মোরশেদুল আলম চাকলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে সিলেটে নিজস্ব প্যাসেঞ্জার সেলস এজেন্ট (পিএসএ) কার্যালয়ও চালু করেছে এয়ারলাইন্সটি। সম্প্রতি সিলেটের জেল রোড এলাকায় পিএসএ কার্যালয় উদ্বোধন করেন এয়ার এশিয়ার চেয়ারম্যান কামারুদিন মিরানুন।
তিনি বলেন, বাংলাদেশে এয়ার এশিয়ার ব্যবসা সফলভাব পরিচালিত হচ্ছে। এর পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। আমরা সিলেট-মালয়েশিয়া রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছি।
উল্লেখ্য, বর্তমানে শুধু ঢাকা-কুয়ালালামপুর রুটে এয়ার এশিয়ার ফ্লাইট পরিচালিত হচ্ছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ১৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। ২০০১ সালে যাত্রা শুরুর পর এ পর্যন্ত ৪০ কোটি যাত্রী পরিবহনর দাবি করছে এয়ার এশিয়া।
খবর২৪ঘণ্টা.কম/নজ