1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবার কি টাইগারের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন দিশা? - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

এবার কি টাইগারের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন দিশা?

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: তাঁদের অফস্ক্রিনের রসায়ন কেমন, তা সবারই জানা। আর তাই তো, অনস্ক্রিনে যখন টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানি হাজির হবেন, তখন যে তাঁদের জুটি ঝলসে উঠবে পর্দায়, তেমনই আশা দর্শকদের। কিন্তু, ‘বাগি টু’-ই কি এবার ‘ভিলেন’-এর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে টাইগার-দিশার সম্পর্কে? অবাক লাগছে শুনতে?

বি টাউনের গুঞ্জন, ‘বাগি টু’-তে তাঁর তুলনায় টাইগারকে বেশি দেখানো হতে পারে। ফলে, সিনেমার মুক্তির দরুন সমস্ত লাইমলাইট দিশার পাশ থেকে সরে টাইগারের দিকে চলে যাবে বলেও আশঙ্কা অভিনেত্রীর। আর সেই কারণেই দিশা নাই ভয় পাচ্ছেন বলে খবর। ‘বাগি টু’-তে টাইগার যদি সমস্ত প্রচারের আলো টেনে নেন, তাহলে তাঁর চরিত্রের কী হবে বলেও ঘনিষ্ঠ মহলে নাকি প্রশ্ন তুলতে শুরু করেছেন দিশা।

এদিকে বান্ধবী দিশার জন্য নাকি পাগল টাইগার। কোনও সময় যাতে দিশার সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট টাইগার। কিন্তু, দিশার মনে এ হেন অমূলক সন্দেহ থেকেই সম্পর্কের ইতি টানা হবে, সেটা আওবশ্য সময়ই বলবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST