খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন জনপ্রতিনিধি। তিনি নওগাঁর একটি সংসদীয় আসনের সংসদ সদস্য। দেশে এই প্রথম কোনো সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
ওই সংসদ সদস্য নিজেই তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, ‘আমাকে অফিসিয়ালি এখন এ বিষয়ে কিছু জানানো হয়নি। আর আমি চাই না এবিষয়টি নিয়ে জানাজানি হোক।‘
জানা যায়, গত মঙ্গলবার তিনি তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। ন্যাম ভবনে তার নামে বরাদ্দ ফ্লাটে ওঠেন। এখানে অবস্থানকালে তার শরীরে জ্বর দেখা দেয়।
এসময় সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।
শুক্রবার বিকেলে আইইডিসিআর থেকে তাকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে তার কোভিড-১৯ পজিটিভ বলে জানানো হয়েছে।
হুইপ আতিকুর রহমান আতিক বলেন, ‘বাড়ি থেকে আসার পরে ওনার (সাংসদের) জ্বর ওঠে। এমনি অন্য কোনো লক্ষণ ছিল না। পরে তিনি গতকাল করোনাভাইরাস পরীক্ষার জন্য দিয়েছিলেন। শুক্রবার রেজাল্ট পজেটিভ এসেছে৷ তবে এখন তার জ্বরও কমেছে। আর অন্য উপসর্গও নাই।’
খবর২৪ঘন্টা/নই