1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবারের রাশিয়া বিশ্বকাপে কোন গ্রুপে কে ফেভারিট - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

এবারের রাশিয়া বিশ্বকাপে কোন গ্রুপে কে ফেভারিট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
bdj

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা। তাই গ্রুপ পর্ব থেকেই শুরু হয়ে যায় হিসাব-নিকাশ আর চুলচেরা বিশ্লেষণ। কে ফেভারিট, কোন দল যাবে পরবর্তী রাউন্ডে। আসুন জেনে নেয়া যাক, এবারের রাশিয়া বিশ্বকাপে কোন গ্রুপে কে ফেভারিট-

গ্রুপ এ
গ্রুপ এ-তে আছে স্বাগতিক রাশিয়া, ল্যাটিন পরাশক্তি উরুগুয়ে, আফ্রিকার দেশ মিশর ও এশিয়ার সৌদি আরব। এর মধ্যে সুয়ারেজ, কাভানির উরুগুয়েকেই ফেবারিট মানছেন সবাই। তবে সবার চোখ থাকবে লিভারপুল তারকা মোহামেদ সালাহ’র দিকেঅ তাঁর উপর ভর করে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে মিশর যেতে পারবে বলে অনেকেরই মত।

গ্রুপ বি
টিকিটাকা কৌশলের স্পেন ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সঙ্গে বি গ্রুপে আছে মরক্কো ও ইরান। বলাই বাহুল্য, কোনো অঘটন না ঘটলে স্পেন ও পর্তুগালই দেখবে দ্বিতীয় রাউন্ডের মুখ। এই বিশ্বকাপটি রোনাল্ডোর চতুর্থ বিশ্বকাপ। এবারো ফর্মের তুঙ্গে থাকা রোনাল্ডো দলের জন্য কতটা কী করতে পারেন তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তারকাখচিত স্পেনও এবার শিরোপার জন্য উন্মুখ।

গ্রুপ সি
ফ্রান্স, ডেনমার্ক, পেরু ও অস্ট্রেলিয়া নিয়ে গ্রুপ সি। শক্তিমত্তায় ফ্রান্স যে এবারের শিরোপার লড়াইয়ে প্রথম সারিতে, তা বলার অপেক্ষা রাখে না। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন, হল্যান্ড ও চিলির মাঝখানে চ্যাপ্টা হওয়া সকারুদের জন্য এবার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার সুযোগ আছে। ডেনমার্কেও আছেন কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়। আর ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়া পেরু না হয়ে ওঠে ডার্কহর্স।

গ্রুপ ডি
দর্শক ফেবারিট আর্জেন্টিনার গ্রুপ এটি। আরো আছে ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ড৷ মেসিনির্ভর আর্জেন্টিনা যে গ্রুপ পর্ব সহজেই পেরিয়ে যাবে সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই। তবে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয়া আইসল্যান্ডের ওপর বাজি রাখতে পারেন। তারা কিছু একটা দেখাবে নিশ্চিত। অন্যদিকে, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া দুই দলই নির্ভর করছে তাদের বর্ষীয়ান খেলোয়াড়দের ওপর।

গ্রুপ ই
ব্রাজিল এমন একটি দল যারা সবসময়ই শিরোপার দাবিদার। তবে ২০০২ সালের পর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। এবার সে সম্ভবনা কতদূর, তার ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। ই গ্রুপে আর যারা আছে, তাদের মধ্যে সুইজারল্যান্ডকে এগিয়ে রাখছেন অনেকেই। এছাড়া আছে সার্বিয়া ও কোস্টারিকা।

গ্রুপ এফ
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আছে এই গ্রুপে৷ জার্মানরাও এবারো শিরোপার দাবিদার৷ ধরে নেয়া যায়, গ্রুপ পর্বে খুব একটা বাধা পাবে না দক্ষিণ কোরিয়া ও সুইডেনের কাছ থেকে। তবে হাভিয়ের হার্নান্দেজের মেক্সিকোর সঙ্গে গ্রুপ পর্বে লড়াইটা জমবে বলে মনে হচ্ছে। এই গ্রুপে এই দুই দলই ফেবারিট।

গ্রুপ জি
ইংলিশরা আছে এই গ্রুপে। আছে শক্তিশালী বেলজিয়ামও। আর আছে পানামা ও টিউনিসিয়া। শেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্বই পেরুতে পারেনি থ্রি লায়ন্সরা। তবে এবার সে সম্ভাবনা আছে তাদের সামনে। বেলজিয়ামও গ্রুপের ফেবারিট। তবে পানামা ও টিউনিসিয়া অঘটন ঘটাতে উদগ্রীব। দুই দলই ভালো খেলেছে বাছাই পর্বে।

গ্রুপ এইচ
হামেস রডরিগেজের কলম্বিয়া গতবার যে চমক দেখিয়েছে তা এবার কতটা ধরে রাখতে পারবে বোঝা যাবে গ্রুপ পর্বেই। কারণ, গ্রুপে আছে শক্তিশালী পোল্যান্ড। আছে পরিশ্রমী সেনেগাল ও জাপান। পোলিশরা ফেবারিট হলেও কোন দু’টি দল শেষ ষোল নিশ্চিত করবে, তা এখনই বলা যাচ্ছে না। মনে করা যেতে পারে, এটিই গ্রুপ অফ ডেথ।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST