খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন নেইমার। ব্রাজিল দলের চিকিৎসক জানিয়েছেন, নেইমারের উন্নতি খুব ভাল হচ্ছে। মাঠে ফেরার জন্য তিনিও ছটফট করছেন। জুনের শুরুতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। চেষ্টা হচ্ছে নেইমারকে খেলানোর।
তিনি জানেন, এবার রাশিয়ায় সেলেকাওদের সাফল্য অনেকটাই নির্ভর করছে তারই ওপর। মনে মনে চ্যালেঞ্জ নিয়েছেন ভাল খেলার, তার প্রতি আস্থার মর্যাদা দেওয়ার। এক সাক্ষাৎকারে নেইমার বুঝিয়ে দিয়েছেন, রাশিয়ায় সাফল্য পাওয়ার জন্য তিনি কতটা ক্ষুধার্ত। বিশ্বকাপের আগে যতটা প্রস্তুতি নেওয়ার কথা, ততটা নিতে পারছেন না। কিন্তু বিশ্বকাপে খেলবেন, এই ব্যাপারটাই তাতাচ্ছে নেইমারকে।
নেইমার বলেছেন, ‘আমি খেলব, এটাই প্রেরণা দিচ্ছে। মাঠে নামাটাই আমার কাছে অত্যন্ত আনন্দের। বিশ্বের সবথেকে বড় প্রতিযোগিতা হল বিশ্বকাপ। আমি চাই চ্যাম্পিয়ন হতে। এবারের বিশ্বকাপটা আমারই।’
১৭ জুন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু। গ্রপ ‘ই’–তে ব্রাজিলের সঙ্গে রয়েছে সুইৎজারল্যান্ড, কোস্টা রিকা এবং সার্বিয়া। কেমন চলছে আপনার প্রস্তুতি? নেইমারের জবাব, ‘ইতিমধ্যেই বল নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। ভালই লাগছে। স্বস্তি অনুভব করছি। হ্যাঁ, একটা ভয় আছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছি।’
খবর২৪ঘণ্টা.কম/নজ