সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “সেবার মানসিকতায় পথ চলা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সামাজিক সংগঠন “পাশে আছি ফাউন্ডেশন” এর উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে কুরআন শরীফ ও খাবার বিকরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দেলুয়া কবরস্থান হাফিজিয়া কওমীয়া মাদ্রাসার প্রায় অর্ধ শতাধিক এতিম ছাত্রদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরআন শরীফ ও খাবার বিতরণ করা হয়।
উক্ত সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডা: রুহুল আমিন। পাশে আছি ফাউন্ডেশনের পরিচালক আবু হুরায়রা বিজয় এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক ও মূহতারাম মুফতি ইব্রাহিম, স্থানীয় মুরুব্বী নুরু প্রামাণিক, জামাল প্রামাণিক ও ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ