1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এডুকেশন ওয়াচ সম্মাননা পেলো বশেমুরবিপ্রবি'র কৃতি শিক্ষার্থী ফয়সাল হাবিব সানি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

এডুকেশন ওয়াচ সম্মাননা পেলো বশেমুরবিপ্রবি’র কৃতি শিক্ষার্থী ফয়সাল হাবিব সানি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com
গোপালগঞ্জ প্রতিনিধিঃ ফয়সাল হাবিব সানি। এ সময়ের উল্লেখযোগ্য প্রতিভাবান তরুণ কবি। অমর একুশে গ্রন্থমেলায় নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে পাঁচটি বই। ২০১৬ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ”দাবানল” কাব্যগ্রন্থ রচনার মধ্য দিয়ে কবিতায় নিজেকে পাঠকের সামনে উপস্থাপন করা। এরপর অার তেমন ফিরে তাকাতে হয়নি সানিকে। তারপর এক বছরের ব্যবধানে `অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’- তে ”দাবানল” কাব্যগ্রন্থের ২য় সংস্করণসহ প্রকাশিত হয়েছে ”নির্বাচিত ১০১ কবিতা”, ”নির্বাচিত পঞ্চাশ প্রেমের কবিতা” ও ”অপ্রকাশিত কথন’ নামের ৩টা বই। উল্লেখ্য, তার রচিত সব বইগুলোই কবিতার। কবিতা লিখেই পথ চলা থেমে থাকেনি এ সম্ভাবনাময় তরুণের। কবিতার পাশাপাশি সাংবাদিকতাতেও ঈর্ষণীয় পথচলা ফয়সাল হাবিব সানি’র।
ফয়সাল হাবিব সানি বর্তমানে গোপালগঞ্জে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক (সম্মান) বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ক্যাম্পাস সাংবাদিকতায় অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষা-সংস্কৃতি সম্পর্কিত মাসিক পত্রিকা `এডুকেশন ওয়াচ’ ও জনপ্রিয় অনলাইন পত্রিকা এডুকেশন টোয়েন্টিফোর ডট নেট- এর যৌথ উদ্যোগে অায়োজিত এডুকেশন ওয়াচের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফয়সাল হাবিব সানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। গত ১৬ এপ্রিল মিশাহবাগ জাতীয় জাদুঘরে অায়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ অাক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও এনঅারবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী ও মিসেস শবনম শেহেনাজ চৌধুরী দীপা (ভাইস প্রেসিডেন্ট, ইভেন্স গ্রুপ)। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাহান আলম শাজু (সদস্য সচিব, শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়), এডুকেশন ওয়াচের সম্পাদক মোঃ খলিলুর রহমান খলিল এবং এডুকেশন ওয়াচের নির্বাহী সম্পাদক সায়ফুল হক সিরাজী।
`দেশের চতুর্থ বিশ্ববিদ্যালয় বশেমুরবিপ্রবি’, `মনোরম ক্যাম্পাস বশেমুরবিপ্রবি’, `পিঠার রঙে রঙিন বশেমুরবিপ্রবি’, `বশেমুরবিপ্রবি’র সোনালি অগ্রযাত্রার পথসঙ্গী ইএসডি’, `মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ নিজ ক্যাম্পাসে ফিরলো সুবর্ণা’ প্রভৃতি গুরুত্বপূর্ণ ফিচার লিখে বিশ্ববিদ্যালয় সাবাদিকতায় অসামান্য স্বাক্ষর রেখেছে ফয়সাল হাবিব সানি।
এ বিষয়ে ফয়সাল হাবিব সানি’র অভিমত, `অামি চেয়েছি কবিতা দিয়ে মানুষের হৃদয়ে নিজস্ব একটা স্থান করে নেওয়া। মানুষের ভালোবাসা অামায় বারবার অামার চলার পথে উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছে। অার সাংবাদিকতা অামার কবিতায় ভালো কিছু করবার পথটাকে নিঃসন্দেহে অারও সুগম করে দিয়েছে। অদূর ভবিষ্যতেও অামি লেখালেখি ও সাবাদিকতা চালিয়ে যেতে চাই। মানুষের ভালোনাবাসায় যেন হোক অামার স্বপ্নের ও লক্ষ্যের পথে হাঁটবার প্রধান ও মোক্ষম পাথেয়।খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST