বিনোদন,ডেস্ক: ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে ব্যাপক প্রভাব ফেলেছে হ্যাশট্যাগ মিটু আন্দোলন। বিখ্যাত অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে বিতর্কের সূত্রপাত করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ধীরে ধীরে একই অভিযোগ উঠেছে একাধিক পরিচালক, প্রযোজক, অভিনেতা ও সংগীত শিল্পীর। শাস্তির মুখোমুখিও হয়েছেন কয়েকজন।
এবার অশ্লীল প্রস্তাবের বিরুদ্ধে সরব হলেন দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী সাক্ষী চৌধুরী। জানালেন, এক কোটি রুপি দিয়ে তার সঙ্গে এক রাত
কাটাতে চাইছে অনেকে। আসছে আরও অশালীন প্রস্তাব।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি মুক্তি পেয়েছে সাক্ষীর দক্ষিণী ছবি ‘ম্যাগনেট’। বেশ ভালোই ব্যবসা করছে। প্রথম দিন থেকেই ছবি দেখতে হলে ভিড় করছেন দর্শক। প্রশংসিত হয়েছে নায়িকার অভিনয়ও।
কয়েক দিন আগে সাক্ষী জানান, এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তার কাছে একের পর এক অশালীন প্রস্তাব আসতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও এমন প্রস্তাব পাচ্ছেন।
টুইটারে সাক্ষী লেখেন, ‘‘আমার ছবি ও ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই লোক পাগলের মতো ব্যবহার করছে। অনেকে এক রাতের জন্য আমাকে এক কোটি রুপি দিতে চাইছে। কিন্তু তারা আসলে বোকা। তারা জানে না, আমাকে কেনা যায় না। শুধু দেখেই কাজ চালাতে হবে ওদের।’’
প্রস্তাবের জবাবে সাক্ষী সবাইকে ‘ম্যাগনেট’ দেখার পরামর্শ দিচ্ছেন।
খবর২৪ঘণ্টা, জেএন