গেল মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান আর কোপা ইটালিয়ার চ্যাম্পিয়ন হয়ে জুভেন্তাস নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মাঠে নামে।
বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামে দুই মৌসুম শুরুতেই এগিয়ে থাকে জুভেন্তাস।
প্রথমার্ধেই মাঠে সমতা আনে ইন্টার, তাতেই খেলা গড়ায় অরিরিক্ত সময়ে। তার শেষ মিনিটে গোল করেই ইন্টারকে শিরোপার ছোঁয়া পাইয়ে দেন সানচেজ।
এর আগে ২০১০ সালে ইতালিয়ানায় শেষ হাসি হেসেছিল ইন্টার মিলান। এরপর ১১ বছর কেটে গেল এই শিরোপা ঘরে তোলার জন্য।
বিএ/