1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের সিরিজ জয় - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের সিরিজ জয়

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে থাকতেই ২-০ তে সিরিজ জিতেছে টাইগাররা। ম্যাচের শুরু থেকেই টাইগারদের সঙ্গে দুর্দান্ত লড়াই করে ভারতীয়রা। তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ভারতকে উড়িয়ে দিয়ে ৫ রানে জয় তুলে নেয় টাইগাররা।

বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রানে থামে ভারতীয় দল।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয়রা। দলীয় ৭ রানে আউট হয়ে যান বিরাট কোহলি। এবাদতের করা বলটি টেনে খেলার চেষ্টা করেন বিরাট। কিন্তু তা স্ট্যাম্পে আঘাত হানে। এরপর মোস্তাফিজুরের দেওয়া বাউন্সে পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শেখর ধাওয়ান।

ওপেনারদের ব্যর্থতার পর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। তিন ছয় ও ছয় চারে ১০২ বলে ৮৬ রান করে ফিরে যান আইয়ার। শেষ দিকে হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা।

তবে রোহিতের পাঁচ ছয় আর তিন চারে সাজানো ২৮ বলের ঝড় ইনিংসের পরও পরাজয়ের সাধ নিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩ উইকেট পান এবাদত হোসেন। আর মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান দুটি করে এবং মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৭১ রান। বাংলাদেশের হয়ে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ১০০ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। ৮ চার ও ৪ ছয়ে ৮৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন মিরাজ।

খাদের কিনারায় থাকা টাইগারদের টেনে তুলে আনা আরেক ব্যাটার মাহমুদউল্লাহ ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নিয়ে খেলেন ৯৬ বলে ৭৭ রানের ইনিংস। শেষ দিকে ঝড় ব্যাটিংয়ে নাসুম আহমেদ এক ছয় দুই চারে ১১ বলে অপরাজিত থাকেন ১৮ রানে। এ ছাড়া এনামুল ১১, লিটন ৭, শান্ত ২১, সাকিব ৮, মুশফিক ১২ রান করেন।

অন্যদিকে বোলিংয়ে ভারতের পক্ষে ৩ উইকেট পান ওয়াশিংটন সুন্দর। আর মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক দুটি করে উইকেট লাভ করেন।৷ জানো ২৮ বলের ঝড় ইনিংসের পরও পরাজয়ের সাধ নিয়ে মাঠ ছাড়ে ভারপর

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩ উইকেট পান এবাদত হোসেন। আর মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান দুটি করে এবং মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে কটাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৭১ রান। বাংলাদেশের হয়ে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ১০০ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। ৮ চার ও ৪ ছয়ে ৮৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন মিরাজ।

খাদের কিনারায় থাকা টাইগারদের টেনে তুলে আনা আরেক ব্যাটার মাহমুদউল্লাহ ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নিয়ে খেলেন ৯৬ বলে ৭৭ রানের ইনিংস। শেষ দিকে ঝড় ব্যাটিংয়ে নাসুম আহমেদ এক ছয় দুই চারে ১১ বলে অপরাজিত থাকেন ১৮ রানে। এ ছাড়া এনামুল ১১, লিটন ৭, শান্ত ২১, সাকিব ৮, মুশফিক ১২ রান করেন।

অন্যদিকে বোলিংয়ে ভারতের পক্ষে ৩ উইকেট পান ওয়াশিংটন সুন্দর। আর মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক দুটি করে উইকেট লাভ করেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team