1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এক দিনে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

এক দিনে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৮ সেপটেম্বর, ২০২৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫৭ জন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৬৭১ ও ঢাকার বাইরে এক হাজার ৬৮৬ জন। এ সময় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৩ ও ঢাকার বাইরের ৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৯ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৮১ হাজার ৮৮৭ জন। আর ঢাকার বাইরে এক লাখ ১৭ হাজার ৩০১ জন।

এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৭৭ হাজার ৮০৩ এবং ঢাকার বাইরে এক লাখ ১০ হাজার ৬২১ জন।

সারাদেশে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নয় হাজার ৭৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ৪৫৭ এবং ঢাকার বাইরে ছয় হাজার ৩৪০ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৬৭ জনের মৃত্যু হয়েছে।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর এডিস মশাবাহিত এই রোগে ২৮১ জনের মৃত্যু হয়।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST