1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এক্স প্রেমিকের কাছে ফিরছেন দীপিকা! - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

এক্স প্রেমিকের কাছে ফিরছেন দীপিকা!

  • প্রকাশের সময় : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক:  সেপ্টেম্বর না হলে ডিসেম্বর। বছর শেষেই চার হাত এক হতে চলেছে। দীপিকা-রণবীর বিয়ের খবরে যখন মশগুল টিনসেল, ঠিক তখন মণীশ মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় করলেন একটি পোস্ট। তাতেই হইচই পড়ে গিয়েছে গোটা মিডিয়ায়। আবার রণবীর কাপুরের সঙ্গে পথ চলবেন দীপিকা৷

বলিউড সেলিব্রিটিদের খুব কাছের মানুষ মণীশ। আর তাই তাঁর কথার ভার যে অনেক বেশি তা বলে দিতে হবে না। তবে কোনও মজা তিনি করেননি, না কোনও সমালোচনায় ঘি দিয়েছেন। শুধু জানিয়েছেন, এবছর ‘দ্য ওয়াক অফ মিজওয়ানে’ তাঁর পোশাক পরে হাঁটবেন দীপিকা ও রণবীর।

বিগত কয়েকবছর ধরে শাবানা আজমির, এনজিও মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটির জন্য এই শো অনুষ্ঠিত করে আসছেন ডিজাইনার মণীশ৷ শো-এর নাম ‘দ্য ওয়াক অফ মিজওয়ান’৷ এই শো থেকে একটি বড় অ্যামাউন্টের ফান্ড ওঠে, যেটি সম্পূর্ণভাবে এনজিও উন্নয়ন স্বার্থে দরকার হয়৷ এবার শো-টি অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল৷ তার আগেই তিনি ইনস্টাগ্রামে রণবীর এবং দীপিকার একটি ছবি পোস্ট করে সুখবরটি জানান।

প্রসঙ্গত, তিনবছর বাদে আবারও দেখা যাবে এই জুটিকে৷ রিল লাইফে এই জুটির কেমিস্ট্রি হিট হলেও রিয়েল লাইফে কিন্তু এদের মধ্যে এখন বেশ দূরত্ব৷ একটা সময় এদের মধ্যে ঘনিষ্ঠতা বি-টাউনে গসিপের অন্যতম কারণ ছিল৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST