খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মহান একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই, তবে সর্বোচ্চ সতর্ক থাকবে ডিএমপি। গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে পালনের জন্য ডিএমপি প্রস্তুত।বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা মহানগরীর অন্যান্য শহীদ মিনারেও সুদৃঢ়, নিরবচ্ছিন্ন ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার আওতায় থাকবে এ এলাকার প্রতিটি ইঞ্চি।
শহীদ মিনারের প্রবেশ পথে থাকবে আর্চওয়ে। আগতদের প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চৌকি পেরিয়ে প্রবেশ করতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ডিবি, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ভ্যান। পুরো এলাকা ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে।
খবর২৪ঘন্টা/নই