1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
একযোগে এনবিআরের ২২০ রাজস্ব কর্মকর্তা বদলি - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ০৩ জানয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

একযোগে এনবিআরের ২২০ রাজস্ব কর্মকর্তা বদলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপটেম্বর, ২০২৩

একযোগে ২২০ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুই দিনে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর পদায়নকৃত স্থানে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআর সূত্র থেকে জানা যায়, সততা,দক্ষতা, নিষ্ঠা,সময়ানুবর্তিতা এবং অতীতের কর্মস্থল বিবেচনা করে প্রতিবছর বাজেট ঘোষণার পরপরই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়। সাধারণত সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের একইস্থানে ২ বছরের বেশি রাখা হয় না।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখার দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে শুল্ক ও ভ্যাটের ১১৭ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়।

অপরদিকে মঙ্গলবার রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে দ্বিতীয় সচিব মাসুদ রানার সই করা অপর প্রজ্ঞাপনে ১০৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি এবং নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST