খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আজকের ক্ষুদে ফুটবলাররা আগামীতে বিশ্বকাপ খেলবে। সেই দিনের প্রতীক্ষায় থাকলাম।’
বুধবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এবং বঙ্গমাতা বেগম বঙ্গ-মাতা মুদিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭-র ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ফুটবল আন্তর্জাতিক পর্যায়ে আরো এগিয়ে যাবে এবং ফুটবল বিশ্বকাপেও বাংলাদেশ একদিন স্থান করে নিতে সক্ষম হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুদিব ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ক্ষুদে খেলোয়াড়রা অল্পবয়স থেকেই তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। এই খেলোয়াড়রা বাংলাদেশকে আগামীতে বহুদূর নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে গড়ে তুলতে চাই। আমাদের আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার হবে। তাই খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত দেশব্যাপী প্রাথমিক স্কুল পর্যায়ে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দুটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
৬৪ হাজার ৬৮৮ বিদ্যালয়ের মধ্যে সেরা হয়েছে চট্টগ্রাম বিভাগের দল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগের দল পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
ঢাকা বিভাগের দল ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা বিভাগের দল ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেকার মেয়েদের ফাইনালের দ্বিতীয়ার্ধের পুরোটাই তার পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করেন প্রধানমন্ত্রী।
মেয়েদের ফাইনাল বেশ জমেছিল। ছেলেদের লড়াই নির্ধারিত ৫০ মিনিটে শেষ হলেও নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় ১-১ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকার তাদের শিরোপা নির্ধারণ হয়। ঝিনাইদহের মেয়েরা টাইব্রেকারে ফাইনাল যেতে ৫-৪ গোলে। বিরতির আগে ১-০ গোলে এগিয়েছিল পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ঝিনাইদহের দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে প্রধানমন্ত্রী দুটি টুর্নামেন্টের বিজয়ী, রানার্স আপ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যদের মধ্যে ব্যক্তিগত পুরস্কার, দলগত ট্রফি এবং এক লাখ, ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকা করে প্রাইজমানির চেক বিতরণ করেন।
খবর: বাসস
খবর২৪ঘণ্টা.কম/রখ