1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
একদিনে আয় ২২ কোটি ‘দাবাং থ্রি’র - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

একদিনে আয় ২২ কোটি ‘দাবাং থ্রি’র

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

বিনোদন,ডেস্ক: শুরুটা মন্দ হয়নি বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’র। মুক্তির প্রথম দিনে এর আয় ২২ কোটি রুপি। বক্স অফিসে ইন্ডিয়াতে উঠে এসেছে এই তথ্য। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এ বছরের ব্যাপক আলোচিত ছবি ‘দাবাং থ্রি’।

বছরের শেষ নাগাদ বক্স অফিসে ঝড় তুলতে মুখিয়ে ছিলেন এর কলাকুশলীরা। প্রত্যাশামাফিক সাফল্যের দেখা পেয়েছে ছবিটি, এমনটি বলা যেতেই পারে। তবে ভারতে চলমান অস্থিরতা না থাকলে আয়ের পরিমাণ আরো বাড়ত বলে জানানো হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, ভারতের মুম্বাই মহারাষ্ট্রে প্রদর্শিত হয়নি ছবিটি। ছবিটি। সেখানে প্রদর্শিত হওয়ার সুযোগ পেলে প্রথম দিনে ছবির আয় ২৪ কোটি রুপি ছাড়িয়ে যেত। সেইসঙ্গে উত্তরপ্রদেশ যোগ হলে আয় গিয়ে ঠেকত ২৫ কোটি রুপিতে।

তবে এর পরও বেশ ভালোই ব্যবসা করছে ছবিটি। ‘দাবাং’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’। প্রভুদেবা পরিচালিত এই ছবি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। ছবিটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন কিচ্ছা সুদীপ। ‘দাবাং’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। তৃতীয় কিস্তি নিয়েও সংশ্লিষ্টরা ভীষণ আশাবাদী। আগামী ঈদে ভক্ত-অনুরাগীদের জন্য ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে বড়পর্দায় হাজির হবেন সালমান।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST