ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার বড় পর্দার জন্য নির্মাণে আসছেন। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বায়োপিক’-এর প্রি-প্রডাকশন।
সিয়াম আহমেদ ও পরীমণির এ ছবির কাজ শুরু না হতেই ঘোষণা এলো পরিচালকের দ্বিতীয় ছবি ‘দ্বিতীয় পুরুষ’। যেখানে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় দু’তারকাকে। এতে অভিনয় করবেন ওপার বাংলার নায়ক জিৎ ও বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম।
চুক্তি না হলেও তাদের অভিনয় অনেকটাই চূড়ান্ত। বিষয়টি নিয়ে সঞ্জয় সমদ্দার বলেন, ‘জিতের সঙ্গে গল্প নিয়ে আলোচনা হয়েছে। তিনি এটা পছন্দ করেছেন। আর মোশাররফ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। ৩০ অক্টোবর আশা করি সব ফাইনাল হবে। আশা করছি, তাদের দুজনকেই এ ছবিতে পাবো।’
তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার শুটিং শুরু হবে। এর গল্প দুজন পুরুষকে নিয়ে। চরিত্র দুটোতে অভিনয় করবেন মোশাররফ ও জিৎ। আর নভেম্বরে শুটিং হবে ‘বায়োপিক’ চলচ্চিত্রের।
বিএ/