খবর২৪ঘণ্টা ডেস্ক: মোলায়েম ত্বকের, সুন্দর মুখে বিউটি স্পট হিসেবে ছোট্ট তিল মানানসই হয় ঠিকই তাই বলে আঁচিল কখনই না৷ অনেকের শরীরের নানা অংশে আঁচিল থাকে, যা ভীষণই বিরক্তিকর৷ আপনার এতে মনে হয় যে সৌন্দর্য্যে কোথাও বাঁধা হিসেবে দাঁড়ায়৷ এর থেকেও বড়ো কথা হল আঁচিল আমাদের ত্বকের একটা সমস্যা৷ কিছু ভাইরাসের কারণে আমাদের ত্বকে আঁচিল হয়৷ সাধারণত আঁচিল নির্দিষ্ট কয়েকটা জায়গায় হয়৷
গলায়, ঘারে, কনুইয়ের উল্টো দিকের ভাঁজে সবথেকে বেশি আঁচিল উঠতে দেখা যায়৷ অবশ্য মুখের যেকোনও জায়গায় আঁচিল হতে পারে৷ অনেকের আপনা থেকেই আঁচিল ঠিক হয়ে যায়৷ কয়েকজনকে আবার যেতে হয় ডাক্তারের কাছে৷ তবে ছোট খাটো আঁচিলের জন্য রয়েছে উপায়৷ সাধারণ কয়েকটি তেল দিয়ে আপনার আঁচিল খসে পড়তে পারে৷
বেকিং সোডা এবং ক্যাস্টর ওয়েল শরীরে নানা সমস্যার কাজে লাগে৷ ত্বক, চুল, ভুরু মোটা করা কিংবা ট্যান ওঠানো৷ এমনকি বাড়ির অন্যান্য জিনিস পরিষ্কার করার ক্ষেত্রেও বেকিং সোডা কাজে লাগে৷ এই দুটিকে মিশিয়ে নিয়ে গাঢ় পেস্ট তৈরি করে ফেলুন৷ সেই পেস্টটা আঁচিলের ওপর ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন৷ পেস্টটি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন৷ দেখবেন আপনার এই পদ্ধতিতে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার আঁচিল খসে পড়বে৷ এছাড়া আগের রাতে শোয়ার আগে লাগিয়ে পরের দিন সকালে উঠেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন৷ এতে আরও উপকার হবে৷
বাজারে খোঁজ করলেই আপনি অ্যাপেল সাইডার ভিনিগার পেয়ে যাবেন৷ তবে সাধারণ ভিনিগারের সঙ্গে একদমই গুলিয়ে ফেলবেন না৷ একটি কাপড়ের টুকরো বা তুলোয় অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে আঁচিলের ওপর বুলিয়ে নিন৷ তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তুলে ফেলুন৷ তবে এই পদ্ধতিটি চোখের কাছাকাছি জায়াগায় লাগালে একটু খেয়াল রাখবেন যাতে চোখের ভেতর না ঢোকে৷ এই পদ্ধতিটি দিনের যেকোনও সময় ব্যবহার করতে পারেন৷ এতে কয়েক সপ্তাহে আঁচিল খসে পড়বে৷
ছবি: ট্যুইটারের সৌজন্যে
আঁচিল দূর করার আরেকটি কার্যকরী উপায় হল টি ট্রি অয়েল৷ একটু দামী টি ট্রি ওয়েল কিনে নিন৷ আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে নিন৷ তুলো নিয়ে আগে হালকা ভিজিয়ে নিন৷ তারপর কয়েক ফোটা তেল তুলোয় দিন৷ আঁচিলের ওপর তুলোটি কয়েক মিনিট রেখে অপেক্ষা করুন৷ এতেও তাড়াতাড়ি আপনার আঁচিল খসে পড়বে৷
/জেএন