২০১৪ সালে দিব্যা খোসলার ছবি ‘ইয়ারিয়াঁ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন রাকুল সিং! এরপর আর পিছিনে ফিরে তাকাতে হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত আসন্ন ছবি ‘আইয়ারি’। সেই ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্র এবং মনোজ বাজপেয়ী! প্রচারের ফাকেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছেন রাকুলপ্রীত। একের পর এক হট অ্যান্ড বোল্ড ছবি দিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন রাকুল।
সম্প্রতি, রাকুল ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য একটি ফটোশ্যুট করান সেখানে তাঁকে যথেষ্ট হট, বোল্ড দেখাচ্ছে। শুধু তাই নয়, রীতিমত উষ্ণতার পারদ চড়াচ্ছেন রাকুল।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন