খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের উস্কানি সত্ত্বেও সহিংস পরিস্থিতি এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই নানা সীমাবদ্ধতার পরেও বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। জাপানের সম্প্রচার মাধ্যম নিক্কি আয়োজিত ২৫তম ফিউচার অব এশিয়া কনফারেন্সে বৃহস্পতিবার (৩০ মে) সকালে মূল বক্তব্য উপস্থাপনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশের উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, ক্রমর্বধমান অর্থনীতিতে দেশের প্রতিটি নাগরিক যেন সুফল পায় তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদসহ এশিয়া অঞ্চলের নেতারা বক্তব্য দেন। মূল বক্তব্য উপস্থাপনায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে একসাথে কাজ করে যাবে বলে জানান তিনি। এ জন্য এশিয়ার দেশগুলোর মধ্যে যৌথ পরিকল্পনার প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী।
খবর ২৪ঘণ্টা/ জেএন