সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মারিয়া গ্রামের শামছুল (৫০) ও একই উপজেলার ইকুরিয়া গ্রামের শাহজাহান আলী (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিকেলে ওই দু’জন হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে মোটরসাইকেলে করে বনপাড়া যাচ্ছিলেন। পথে গোজা ব্রিজ এলাকায় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
খবর২৪ঘণ্টা.কম/নজ