1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
উপসচিব পদের ছয় দপ্তরে রদবদল - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

উপসচিব পদের ছয় দপ্তরে রদবদল

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রশাসনের উপসচিব পদমর্যাদার কয়েকজন কর্মকর্তার দপ্তর পরিবর্তন করেছে সরকার। প্রেষণে কর্মরত কিছু পদে রদবদল করা হয়েছ। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি পদে পরিবর্তন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের আলাদা আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহা-ব্যবস্থাপক (পরিবহন) আব্দুল লতিফ খানকে সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তার চাকরি ন্যস্ত করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।

একই আদেশে রংপুরের কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক মোসা. আইরিন ‍সুলতানাকে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়েছে। তিনি প্রেষণে কর্মরত। চাকরি ন্যস্ত জনপ্রশাসন বিভাগে।

অপর এক আদেশে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব করা হয়েছে মো. আনোয়ার ইমামকে।সরকারের এই উপসচিব বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরিচালক হিসেবে দায়িত্বপালন করছিলেন।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মাকসুদা বেগম সিদ্দিকাকে বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসের উপপরিচালক করা হয়েছে।

এক আদেশে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের পরিচালক করা হয়েছে শামীমুল হক পাভেলকে। তিনি এক্সপোর্ট কম্পেটেটিভনেস ফর জবস প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ছিলেন। তার শূন্য পদে নিয়োগ পেয়েছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব নজরুল ইসলাম আজাদ।

এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমানকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত হয়েছে।

আর বন্দরের চিফ হাইড্রোগ্রাফার করা হয়েছে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ রায়হান চৌধুরীকে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST