খবর২৪ঘণ্টা ডেস্ক: আসন্ন উপজেলা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা ও শক্তিশালী স্থানীয় সরকারের দাবিতে লড়াই গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, গত ৩০শে ডিসেম্বর নৈশকালীন ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচনের নামে দেশবাসির সঙ্গে প্রহসন করা হয়েছে। সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
যেই বঞ্চনার দগদগে ঘা এখনো শুকায়নি। তারা বলেন, মানুষ আজ ভোটের উপর বিশ্বাস হারিয়েছে। কিন্তু সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন এখনো কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্তু প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের মতোই, উপজেলা নির্বাচন সুষ্ঠু করার ঘোষণা দিয়েছেন।
যা মানুষের হতাশাকে আরো বাড়িয়ে দিয়েছে কয়েকগুন। এমতাবস্থায় নির্বাচনে অংশ নেয়ার ন্যূনতম পরিবেশ বজায় না থাকায়, আসন্ন উপজেলা নির্বাচনে সিপিবি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন