1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
উন্নয়ন ধারাবাহিকতায় বদলে যাচ্ছে নওগাঁ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

উন্নয়ন ধারাবাহিকতায় বদলে যাচ্ছে নওগাঁ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মারচ, ২০১৮
khobor24ghonta.com

নওগাঁ প্রতিনিধিঃ উন্নয়ন ধারাবাহিকতায় এগিয়ে চলেছে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরালস পরিশ্রমে দেশের প্রতিটি অঞ্চলে নতুনত্বের ছোঁয়া পরিলক্ষিত হচ্ছে। এ থেকে পিছিয়ে নেই উত্তরের জেলা নওগাঁও। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য মতে, চলতি অর্থ বছরে ৮১২ কোটি ৩৮ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে মোট ২৭টি কর্মসূচির আওতায় ১ হাজার ৪৬৯টি প্রকল্পের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে দুটি কর্মসূচির ৩০ প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাকি কিছু প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রকল্পের কাজ শেষ হলে নওগাঁর চিত্র পুরোপুরি বদলে যাবে।

এরইমধ্যে নওগাঁর উন্নয়নে যে প্রকল্পগুলোর কাজ হাতে নিয়েছিলো সরকার সেগুলোর মধ্যে অনেক কাজই শতভাগ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রয়েছে, জেলায় সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের ২৯টি প্রজেক্ট, রুরাল ইমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেইনেন্স প্রোগ্রামের অধীনে মোট ৯৯টি কাজ, উত্তর পশ্চিমাঞ্চলের অনগ্রসর উপজেলাসমূহের গ্রামীণ সড়ক সেতু/কালভার্ট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩০৮টি কাজ এরইমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের অধীনে একটি কাজ, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (আইডিবি)’র মোট ৮টি কাজ, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (জিওবি) প্রকল্পের অধীনে ৩টি কাজ, বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ বিদ্যালয় নির্মাণ প্রকল্প, সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্পের কাজ (২য় পর্যায়) শতভাগ সম্পন্ন হয়েছে।

শতভাগ সম্পন্ন হওয়া প্রকল্পগুলো ছাড়াও উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-২ এর কাজ শতকরা ৭৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৩টি কাজে প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে এ জেলায় মোট ১৭৩টি কাজের মোট ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে ৮টি কাজের মোট ৫৮ ভাগ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ এগিয়ে চলেছে। অন্যদিকে উপজেলা ও ইউনিয়ন সড়কে বৃহৎ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৪টি কাজের শতকার ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে।

ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্পের অধীনে মোট ৫৪টি কাজের মধ্যে ৪৮টি কাজ সম্পন্ন হয়েছে এবং ৬টি’র নির্মাণ কাজ চলমান রয়েছে।

জেলার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের অধীনে ১১টি কাজের শতকরা ৭৪ ভাগ সম্পন্ন হয়েছে। একটি কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের অধীনে ৩টি কাজের ৩৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের অধীনে ২০টি কাজের ২টি প্যাকেজে পুনঃদরপত্র মূল্যায়ন ও ২টি প্যাকেজে দরপত্র গ্রহণ এবং ৪টি দরপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া, অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্প উন্নয়ন খাতে ২১টি পৃথক কাজের শতকরা ৮৫ ভাগ সম্পন্ন হয়েছে।

সেচ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের অধীনে ৭টি কাজের শতকরা ১০ ভাগ সম্পন্ন হয়েছে, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প ( ২য় খন্ড)-এর আওতায় ১৭টি কাজের শতকরা ৯৯ ভাগ সম্পন্ন হয়েছে, উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্পের অধীনে ৫টি কাজের শতকরা ৮৬ ভাগ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ চলমান রয়েছে।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর আধীনে মোট ১৫১টি কাজের অগ্রগতি শতকরা ৭৪ ভাগ। প্রাথমিক শিক্ষা উন্নয় কর্মসূচি-৩ (পিটিআই) প্রকল্পের আওতায় ১টি কাজের শতকরা ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

অপরদিকে বার্ষিক বরাদ্দের আওতায় এ জেলায় ২০১৬-১৭ সালে জুলাই-জুনের মধ্যে শেষ করতে হবে এমন পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় মোট ১২১টি শতকরা ১০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

জেলায় উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৪৫টি কাজ, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনঃনির্মাণ প্রকল্পের অধীনে ৫টি কাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়ে) আওতায় ৪টি কাজের ২টি দরপত্র আহ্বান এবং ২টি দরপত্র আহ্বানের প্রক্রিয়াধীন রয়েছে। চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম পর্যায়ে) ৪টি দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন এবং ৫টি দরপত্র আহ্বান করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST