1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন ফখরুলের - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন ফখরুলের

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মারচ, ২০২১

দেশের উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সকালে বিমানবন্দর এলাকায় দেখলাম, ফ্লাইওভারের গার্ডার ভেঙে চারজন আহত হয়েছেন। তাহলে সেই কাজের মান কী হচ্ছে?’

রোববার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনয়াতনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা ‘কুপি বাতির গণতন্ত্র’ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘রাস্তায় আসতে দেখছিলাম, পোস্টারে লেখা— ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’। কী উন্নয়ন হচ্ছে, কীভাবে হচ্ছে, আজকে আসার সময় দেখলাম এয়ারপোর্টের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে পড়েছে। চিন্তা করেন জনগণের টাকা নিয়ে যেসব তৈরি করা হচ্ছে, সেটা হঠাৎ করে ভেঙে পড়ছে। তাহলে সেই কাজের মান কী হচ্ছে?’

তিনি বলেন, ‘আমরা বারবার বলছি, এ মেগা প্রজেক্ট দিয়ে, উন্নয়নের ধুয়া তুলে দেশটা একেবারে ফোকলা করে দিচ্ছেন। কাদের পয়সা নিচ্ছে? গতকাল না পরশুদিন একটা খবর দেখলাম, ঢাকা থেকে চট্টগ্রাম দ্রুতগতির ট্রেন হবে। দুটো চীনা কোম্পানি টাকা দেবে, অর্থাৎ সাপ্লায়ার্স ক্রেডিট যেটা বলা হয়, সেটা দিয়ে তৈরি হবে, আর আমাদের পকেট থেকে প্রতিটি মুহূর্তে, আপনি চাল কিনতে যাবেন, লবণ কিনতে যাবেন, ভ্যাট দিয়ে দিয়ে সব কিনতে হবে। গোটা বাংলাদেশের উন্নয়ন কিন্তু তাই হচ্ছে এখন। এ উন্নয়ন মানেই হচ্ছে, মানুষের পকেট কেটে তারা তাদের পকেট ভারী করছে। ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST