1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
উন্নয়নের বড় হাতিয়ার সাংবাদিক: রাজশাহী রেঞ্জ ডিআইজি হাফিজ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

উন্নয়নের বড় হাতিয়ার সাংবাদিক: রাজশাহী রেঞ্জ ডিআইজি হাফিজ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
রাজশাহীতে সাংবাদিকদের ঝুঁকি ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করেন রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার।

নিজস্ব প্রতিবেদক :
দেশের উন্নয়নের জন্য বিশাল হাতিয়ার সাংবাদিকগণ বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার বিপিএম। গতকাল সোমবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলের মিনি সভাকক্ষে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে সাংবাদিকদের ঝুঁকি বিশ্লেষণ ও সুরক্ষা পরিকল্পনা বিষয়ক পাঁচ দিনব্যাপী দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ কর্মশালার সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মাদক ও দুর্নীতি দেশ থেকে তাড়াতে সাংবাদিকদের ভূমিকা অনেক। অনুসন্ধান

করে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভালো রিপোর্ট করতে হলে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পত্রিকার পক্ষ থেকে ভালো সম্মানি পেলে সাংবাদিকরা ভালো থাকবে। তিনি আরো বলেন, সুষ্ঠ পুলিশিং ব্যবস্থা

কর্মশালার সমাপনিতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ

গড়ে তুলতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে। আগের মতো টাকা-পয়সা দিয়েও কোন পোস্টিংয়ের সুযোগ নেই। সবাই মিলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য মনমানসিকতাকেও উন্নত করতে হবে। প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল

কালাম মুহম্মদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও সিইও শহীদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক কামরুজ্জামান বকুল প্রমূখ। ৫ দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকদের ঝুঁকি বিশ্লেষণ ও সুরক্ষা পরিকল্পনা বিষয়ক বিভিন্ন কৌশল সম্পর্কে সেশান পরিচালনা করা হয়। উল্লেখ্য, গত ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পর্যটন মোটেলের সভাকক্ষে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST