ঐতিহাসিক ৭ মার্চে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপিতে উদযাপিত হয়েছে উন্নয়ণশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন। বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ দেশবাসীর সাথে সম্মেলিতভাবে উদযাপন করলো “আনন্দ উদযাপন ৭ মার্চ ২০২১।
বোয়ালিয়া মডেল থানা ৭ মার্চ ২০২১ বিকেল ৩টায় রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে “আনন্দ উদযাপন ৭ মার্চ ২০২১’’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “আনন্দ উদযাপন ০৭ মার্চ ২০২১” অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
একই সময় রাজপাড়া থানার আয়োজনে উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলে হোসেন বাদশা এমপি। পবা থানার আয়োজনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম এর সভাপতিত্বে এবং এয়ারপোর্ট থানার আয়োজনে উপ-পুলিশ কমিশনার (এস্টেট ও উন্নয়ন) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়েন উদ্দিন এমপি, চন্দ্রিমা থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সরবরাহ), মতিহার থানার আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), কাটাখালী থানা
পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভূতি ভুষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ), বেলপুকুর থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (পিওএম), শাহমখদুম থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) ও এ এফ এম আনজুমান কামাল, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), কাশিয়াডাঙ্গা থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ), কর্ণহার থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এবং দামকুড়া থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন )।
এস/আর