ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে র্যাব-৫ রাজশাহীর উদ্যোগে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে র্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম বক্তব্য দেন। অনুষ্ঠানে র্যাব-৫ রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আনন্দ উদযাপনে কেক কাটা হয় এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এস/আর