নিজস্ব প্রতিবেদক :
বিএনপি ও ২০ দলীয় জোট মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সহধর্মীনী রেবেকা সুলতানা সিমি গতকাল শনিবার বিকেলে ২৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লার বাড়িতে এবং মোড়ের দোকানের ক্রেতা ও বিক্রেতাদের ধানের শীষের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন। বুলবুল পত্নী সিমিকে অত্র ওয়ার্ডের নারী পুরুষ ভোটারগণ সাদরে গ্রহন করেন এবং নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট প্রদান করার প্রতিশ্রুতি দেন। সেইসাথে অনেক ভোটার তাঁর সঙ্গে ভোট প্রার্থনার জন্য রাস্তায় নামেন।
গণসংযোগ কালে সিমি বলেন, এই নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুণরুদ্ধার, বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার এবং নিশ্চিন্তভাবে বসবাস করার অধিকার আদায়ের নির্বাচন। সেইসাথে এই নির্বাচন হাসিনা সরকারের পতনের নির্বাচন। এই সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। শুধু বেগম জিয়াকে নয় দেশের সাধারণ মানুষ এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় দিয়ে জেল হাজতে প্রেরন করছে। অবৈধ সরকারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে। এই সরকার দুর্নীতির চরম সীমা অতিক্রম করে ফেলেছে। এছাড়াও তাঁর স্বামী সাবেক মেয়র এবং বিএনপি মনোনীত মেয়র পদ প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে ছিলো রাজশাহীর আওয়ামী লীগ নেতার নির্দেশে। ৩৬মাস তাঁকে কর্পোরেশনের বাহিরে রেখে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সিটি কর্পোরেশনের তার আত্মীয়কে ভারপ্রাপ্ত মেয়র করে কোটি কোটি লোপাট করেছে বলে জানান সিমি।
তিনি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি করে নগরবাসীকে চরম দুর্ভোগে ফেলে দিয়েছে। অথচ সরকার দলীয় প্রার্থী উন্নয়নের ধুয়া তুলে জনগণের নিকট ভোট যাচ্ছেন। সরকার দলীয় নেতাকর্মীদের এই সব কথায় না ভুলে ধানের শীষে ভোট প্রদান করার জন্য ভোটারদের অনুরোধ করেন। সেইসাথে উন্নত নগরী গড়তে বিএনপি কোন বিকল্প নাই উল্লেখ করে পুণরায় ধানের শীষে ভোট চান সিমি। অত্র ওয়ার্ডের ভোটারগণ ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী রোকসানা বেগম টুকটুকি, মহিলা নেত্রী অমি, আখি, ২৫ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হানিফ সহ অত্র ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।